Wellcome to National Portal
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ August ২০২৪

ইলেকট্রনিক্স বিভাগ

সেবা প্রদান প্রতিশ্রুতি (Citizen's Charter)

দুদকে অভিযোগ করতে দুদকে স্থাপিত হট লাইন, ১০৬ (টোল ফ্রি)-তে কল করা যেতে  পারে।

লক্ষ্য:

বৈজ্ঞানিক গবেষণা ও উন্নয়নে যন্ত্রের গুরুত্ব উপলব্ধি করে ১৯৬৪ সালে ঢাকায় পরমাণু শক্তি কেন্দ্রে অন্যান্য গবেষণাগারের পাশাপাশি ইলেকট্রনিক্স বিভাগ (ইডি) প্রতিষ্ঠিত হয়। ইলেকট্রনিক্স বিভাগ AECD এর সকল বিভাগের বিভিন্ন ধরনের সায়েন্টিফিক, মেডিকেল, এ্যানালাইটিকেল এবং নিউক্লিয়ার যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষণের মাধ্যমে সেবা প্রদান করে আসছে। পাশাপাশি বিভাগটি AECD -র কম্পিউটার, ইন্টারকম, সিসিটিভি এবং সোলার পাম্পিং সিস্টেমের মেরামত ও রক্ষণাবেক্ষণ সেবা প্রদান করে। এছাড়াও AECD -তে নিউক্লিয়ার ও এ্যানালাইটিকেল গবেষণা কার্যক্রম সহজতর করার জন্য বিভাগটি আইওটি ভিত্তিক এমবেডেড সিস্টেম, পিসি ভিত্তিক সিস্টেম, এফপিজিএ ভিত্তিক সিস্টেম, মেশিন লার্নিং এবং রোবোটিক সিস্টেমের ক্ষেত্রে গবেষণা ও উন্নয়নমূলক কার্য পরিচালনা করে আসছে। 

উদ্দেশ্যঃ

  • মেরামত, রক্ষণাবেক্ষণ এবং ইনস্টলেশন।
  • জাতীয় পর্যায় প্রশিক্ষণ ও জনশক্তি উন্নয়ন কর্মসূচী আয়োজন।
  • আধুনিক কাস্টমাইজড ইলেকট্রনিক্স যন্ত্রপাতি প্রস্তুতকরণ।
  • নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট (NPP) এবং অন্যান্য পারমাণবিক স্থাপনায় রোবোটিক্সের ব্যবহার।

চলমান গবেষণা ও উন্নয়ন :

  • ডেভেলপমেন্ট অব রোবট ফর নিউক্লিয়ার ফ্যাসিলিটিস
  • ডেভেলপমেন্ট অব আইওটি বেসড রোবোটিক আর্ম সিস্টেম
  • ডেভেলপমেন্ট অব আইওটি বেসড  সয়েল কোয়ালিটি মনিটরিং সিস্টেম ফর স্মার্ট এগ্রিকালচার
  • সিমালটেনাস লোকালাইজেশন এন্ড ম্যাপিং (স্লাম) অব এন অটোনোমাস মোবাইল রোবট (এএমআর) ইউজিং লিডার
  • আইওটি বেসড  নিউট্রিশনাল প্যারামিটার মনিটরিং এন্ড কন্ট্রোল সিস্টেম ফর হাইড্রোফোনিকস ফারমিং
  • পথ প্লানিং এপ্রোচ বেসড অন কিউ লার্নিং ফর রোবটস
  • ডেভেলপমেন্ট অব এন আইওটি বেসড এয়ার এন্ড সাউন্ড কোয়ালিটি ডিটেকশন সিস্টেম ফর ইনভায়রনমেন্টাল মনিটরিং
  • ইফেকটিভ স্ট্রোক প্রেডিকশন মডেল ইউজিং সুপারভাইজড মেশিন লার্নিং এলগোরিদমস
  • আইওটি বেসড  ভেহিক্যাল এ্যাক্সিডেন্ট প্রিভেনশন এন্ড এলার্ট সিস্টেম

সেবা প্রদান :

  • ইন্সটলেশন অব সফিসটিকেটেড ইলেকট্রনিক ইকুইপমেন্টস
  • রিপেয়্যার এন্ড মেইনটেন্যান্স অব নিউক্লিয়ার, সাইন্টিফিক, মেডিক্যাল এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইকুইপমেন্টস  
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব ইন্টেলিজেন্ট কন্ট্রোল সিস্টেম
  • মনিটরিং অব ইন্টারনেট এন্ড ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সিস্টেম অব এইসিডি
  • রিপেয়্যার এন্ড মেইনটেন্যান্স অব কম্পিউটার, ইন্টারকম,সিসিটিভি এন্ড সোলার পাম্পিং সিস্টেমস অব এইসিডি
  • ন্যাশনাল ট্রেইনিং প্রোগাম
  • ইন্ডাস্ট্রিয়াল ‌এটাচমেন্ট ট্রেইনিং প্রোগাম
  • কোলাবোরেশন ওয়ার্ক উইথ ডিফারেন্ট ন্যাশনাল এন্ড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিস

 

প্রদত্ত সেবার স্টেক হোল্ডার :

  • বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের বিভিন্ন বিভাগ ও ইন্সটিটিউটসমূহ
  • বিভিন্ন পলিটেকনিকসমূহ
  • বিভিন্ন বিশ্ববিদ্যালয়সমূহ
  • বাংলাদেশ নৌবাহিনী
  • বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠান

 

অর্জন :

  • এরিয়া রেডিয়েশন, টেম্পারেচার এন্ড রিলেটিভ হিউমিডিটি মনিটরিং সিস্টেম এরাউন্ড ট্রিগা মার্ক-২ রিসার্চ রিয়্যাক্টর এট এইআরই, সাভার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব এ টেম্পারেচার এন্ড রিলেটিভ হিউমিডিটি মনিটরিং এন্ড কন্ট্রোল সিস্টেম ফর ফ্রুট-ফ্লাই মাস প্রোডাকশন এসআইটি ল্যাবরেটরি অব আইএফআরবি ইন এইআরই, সাভার  
  • আইওটি বেসড নিউক্লিয়ার রেডিয়েশন মনিটরিং সিস্টেম
  • এসি ২২০ ভোল্ট টু এসি ১১০ ভোল্ট (২০০ ওয়াট) কনভার্টার ফর ওয়াটার ফিল্টারেশন পাম্প অফ কেমিস্ট্রি ডিভিশন, এইসিডি
  • মাইক্রোকন্ট্রোলার ট্রেইনার কিট
  • রোবটিক আর্ম 
  • মাইক্রোকন্ট্রোলার বেসড এয়ার পার্টিকুলেট স্যাম্পলিং মেশিন কন্ট্রোলার
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব এ ওয়্যারলেস রোবটিক সিস্টেম ফর রেডিয়েশন মেজারমেন্ট
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব সোলার প্যানেল এফিশিয়েন্সি এনাল্যাইসিস সিস্টেম ইউজিং ওয়্যারলেস কমিউনিকেশন
  • মাইক্রোকন্ট্রোলার ইভাল্যুয়েশন বোর্ডস এন্ড প্রোগ্রাম মডিউল 
  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব কাস্টমাইজড রেগুলেটেড পাওয়ার সাপ্লাই ফর আলফা স্পেক্ট্রোমেট্রি সিস্টেম 
  • পিসি বেসড ইনভায়রনমেন্টাল প্যারামিটারস মনিটরিং সিস্টেম
  • এক্সেস কন্ট্রোল এন্ড ইমপ্লোয়ি ম্যানেজমেন্ট সিস্টেম:

ক) পিসি বেসড ইমপ্লোয়ি ম্যানেজমেন্ট এন্ড এক্সেস কন্ট্রোল সিস্টেম ইউজিং আরএফআইডি

খ) মাইক্রোকন্ট্রোলার বেসড লো কস্ট এক্সেস কন্ট্রোল সিস্টেম ইউজিং আলফা- নিউমেরিক পাসওয়ার্ড  

  • ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট অব মাইক্রোকন্ট্রোলার বেসড লাইট ইনটেনসিটি কন্ট্রোলার ফর ফাউন্টেইন এট এইসিডি  
  • লো কস্ট ডাটা একুইজিশন মডিউল এন্ড ইভালুয়েশন বোর্ড
  • টক্সিক এন্ড নন টক্সিক গ্যাস ডিটেকশন সিস্টেম ফর সেপটিক ট্যাঙ্ক 
  • পিসি বেসড ওয়্যারলেস মনিটরিং এন্ড কন্ট্রোল অব ফায়্যার ডিটেকশন এন্ড এক্সটিংগুইশিং সিস্টেম
  • ওয়্যারলেস অটোমেটেড ইরিগেশন সিস্টেম  

 

মানবসম্পদ উন্নয়ন

যন্ত্রপাতি মেরামত ও রক্ষণাবেক্ষন এবং পুরানো যন্ত্র আধুনিকিকরনের জন্য দেশে উন্নত এবং আধুনিক ইলেকট্রনিক্স প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে জাতীয় পর্যায়ে প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়। বিগত বছর গুলোতে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স ও প্রশিক্ষণার্থীদের সংখ্যার তালিকা:

 

কোর্সের শিরোনাম

কোর্সের সংখ্যা

প্রশিক্ষণার্থীদের সংখ্যা

 

মাইক্রোকন্ট্রোলার এন্ড ইন্সট্রুমেন্টেশন

৯০

ইন্ট্রোডাকশন টু ল্যাবভিউ-ভারচুয়াল ইন্সট্রুমেন্টেশন  এন্ড পিসি বেসড কন্ট্রোল সিস্টেম

৪৬

ইন্ডাস্ট্রিয়াল ‌এটাচমেন্ট ট্রেইনিং প্রোগাম

১০

১৯৪